Wednesday, November 19, 2025
রাজ্য​

এবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত

ব্যারাকপুর: একের পর এক নেতা ইস্তফা দিচ্ছেন তৃণমূল থেকে। শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত (Silbhadra Datta)। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ই–মেল মারফত ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

তৃণমূল ছাড়ার পরপরই এদিন নিজের কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে স্বামী বিবেকানন্দর ছবি ঝুলিয়েছেন শীলভদ্র দত্ত। তিনি বলেন, ‌আমি কোনও দলে নেই তাই মমতার ছবি সরিয়ে দিয়েছি। বিবেকানন্দ তো সব সময় সম্মানীয় তাই তাঁর ছবি টানিয়েছি।

তবে দল ছাড়লেও এখনও বিধায়ক পদ ছাড়েননি শীলভদ্র দত্ত। এ বিষয়ে তিনি বলেন, মানুষের ভোটে জিতেছি। আমি যদি বিধায়ক পদ ছেড়ে দিই তা হলে এই মানুষগুলো কি করবে?‌ মানুষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। তবে তিনি তাঁর সরকারি গাড়ি ছেড়ে দিয়েছেন। যদিও তিনি তাঁর নিরাপত্তারক্ষী ছাড়িনি। এ বিষয়ে তিনি বলেন, রাজ্য সরকার চাইলে তাঁর নিরাপত্তা ফিরিয়ে নিক।

তবে হঠাৎ কেন দলত্যাগ ? এ বিষয়ে তিনি বলেন, আমার মনে হয়েছে, এই সময়ে এই রাজনৈতিক অবস্থায় দলে থাকা আমার ঠিক নয়। তাই পদত্যাগ করেছি। তিনি দল ছাড়ার কোনও কারণ তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেননি। দলত্যাগ কারণ হিসেবে তিনি বলেন, কাণ সম্পর্কে অনেক বড় লিখলে কেউ চিঠি পড়ে না। নেত্রীর জানা উচিত কেন দল ছাড়লাম।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।