বিজেপির পথে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী
কলকাতা: নির্বাচন এগিয়ে এলেই রাজনৈতিক মহলে দলবদল, ভোলবদলের গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। ২০২১ সালের বিধানসভা ভোটের আগেও তাই বাংলার রাজনীতিতে দলবদলের খেলা অব্যাহত। এবার তৃণমূল ত্যাগ করে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী।
সূত্রের খবর, বিজেপিতে যোগদানের জন্য তিনি নাকি ইতিমধ্যেই গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। সেই জল্পনায় আরও নতুন মাত্রা পেয়েছে উত্তরবঙ্গের নেতাদের নিয়ে বৈঠকের দিন সবাই উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন মিহির গোস্বামী। এমনকি, প্রশান্ত কিশোরকে বিঁধেও মুখ খুলেছেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এছাড়া আগেই দলের সাংগঠনিক পদ থেকে সরে গিয়েছেন তিনি। নিজের কার্যালয় থেকেও সরিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মিহির গোস্বামী বলেন, কোনও ঠিকাদারি সংস্থাকে (প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক) দিয়ে সংগঠনকে চাঙ্গা করা যায় না।
মিহির গোস্বামী তাঁর কার্যালয়ের ভেতরে থাকা মুখ্যমন্ত্রী ছবি সরিয়ে স্বামী বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগিয়েছেন। সূত্রের খবর, বিজেপির সহ–সভাপতি মুকুল রায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে তিনি। তাঁর বিপুল কর্মী–সমর্থক রয়েছে। তিনি দলবদল করলে তাঁরাও বিজেপিতে যোগ দেবেন এমনটাই মনে করা হচ্ছে। আর সেটা হলে বিধানসভা ভোটের আগে শক্তি বাড়বে গেরুয়া শিবিরের।


