Tuesday, November 18, 2025
রাজ্য​

এবার দল ছাড়লেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম

কলকাতা: এবার তৃণমূলের সংখ্যালঘু সেলেও ভাঙন ধরলো। শুক্রবার ইস্তফা দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক (TMC Minority Cell General Secretary) কবিরুল ইসলাম (Kabirul Islam)। ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেছেন, গোষ্ঠীদ্বন্দ্ব ও পিকের টিম আইপ্যাকই তাঁর তৃণমূল ছাড়ার কারণ।

পাশাপাশি, কবিরুল ইসলাল সাফ জানালেন, দাদা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গেই থাকবেন তিনি। উনার নেওয়া সিদ্ধান্তকে পাথেয় করে চলব। বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের মতো যুব সমাজেরই। তার এই মন্তব্যের পর সূত্রের খবর, শনিবার অমিত শাহের সভায় কবিরুলও বিজেপিতেই যোগ দিতে পারেন। শুক্রবারই তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ নুরুল ইসলামকে চিঠি দিয়ে সেলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফার কথা জানান কবিরুল ইসলাম।

উল্লেখ্য, কিছুদিন আগেই ফেসবুক পোস্টে কবিরুল ইসলাম লিখেছিলেন, ‘একজনের হাসি আর একজনের অহংকার। কিন্তু আগামীদিনে হাসি জিতবে। গেরুয়া রঙের একটি ছবির ওপর পোস্টে কবিরুল লিখেছিলেন, ‘‌ঝড় আসছে।’‌ এতেই বোঝা যায় বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি।

এদিকে, ইস্তফার হিড়িক আটকাতে এদিন বিকালেই কালীঘাটে জরুরি বৈঠক বসেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে দলের পরিস্থিতি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।