ফের ভাঙন তৃণমূলে, বিজেপিতে যোগদান করল একঝাঁক জেলা পরিষদের সদস্য
বর্ধমান: লোকসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপিতে যোগদানের প্রবণতা এখনও অব্যাহত। এবার বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিপুল দাস সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য।
এর আগে রবিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সদস্য তাপস দে। এরপর এদিন বিজেপিতে যোগ দেন মন্তশ্বর পঞ্চায়েক সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ-সহ পঞ্চায়েত সদস্যরা।
গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তড়িত্কান্তি রায়। এছাড়াও পূর্ণিমা দাস-সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন।
জানা গেছে, তড়িত্কান্তি রায় গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে। এরপর বিজেপিতে যোগ দিলেন।