Monday, March 24, 2025
Latestরাজ্য​

পুরভোটে গো-হারা হারবে তৃণমূল: মদন মিত্র

কলকাতা: ২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমঙ্গ থেকে ১৮ টি আসন জিতে রাজ্যের শাসকদল তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। লোকসভা ভোটের ফল তো বটেই, তারপরে যেভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছে তাতে কপালে ভাজ পড়েছে তৃণমূলের। এই পরিপ্রেক্ষিতে মমতার সব লড়াইয়ের সঙ্গী তৃণমূল নেতা মদন মিত্র চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন তৃণমূলের বিরুদ্ধে। কি বলেছেন তিনি?

২০২১ বিধানসভা ভোটের আগে বাংলার প্রায় শতাধিক পুরসভায় পুরভোট হবে। মমতার অত্যন্ত কাছের লোক বলে পরিচিত তৃণমূল নেতা মদন মিত্র বললেন, আগামী পুরভোটে তৃণমূল গো-হারা হারবে। একটাও পুরসভা দখল করতে পারবে না তৃণমূল।

কী কারণে পুরভোটে তৃণমূল গো-হারা হারবে তার ব্যাখ্যাও দিয়েছেন মদন মিত্র। আর এই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি। তাঁর মতে, বর্তমানে রাজ্য সরকার এবং তৃণমূল পুলিশ প্রশাসন দ্বারা পরিচালিত হচ্ছে। পুলিশকে ব্যবহার করে গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল জিতেছিল ঠিক একই ভাবে এ বার মমতার নির্বুদ্ধিতার জন্য দল হারবে।

সম্প্রতি রিপাবলিক টিভির স্টিং অপারেশনে ফাঁস হয়েছে মদন মিত্রের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। মদন মিত্রের এহেন বক্তব্য প্রকাশিত হয়েছে রিপাবলিক টিভিতে। যদিও কলকাতা ট্রিবিউন সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি।