Monday, March 24, 2025
রাজ্য​

বাংলায় এনআরসি নয়, বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল-বাম-কংগ্রেস

কলকাতা: অসমে এনআরসি চালু করেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও এনআরসি করার হুমকি দিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা, এহেন পরিস্থিতিতে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল-বাম-কংগ্রেস। এনআরসি নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে বিধানসভায় যৌথ প্রস্তাব আনছে বাম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর এই প্রস্তাব আনা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্না বলেন, গত দুদিন ধরে, অসমের এনআরসির বিরুদ্ধে আমাদের (বাম ও কংগ্রেস) প্রস্তাব আনতে দেওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল তৃণমূল কংগ্রেস। আজ তারা রাজি হয়েছে। এখন এটা ঠিক হয়েছে, শুক্রবার একসঙ্গে প্রস্তাব আনবে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বাম ও কংগ্রেস। এটা নিয়ে আলোচনা হবে।

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, তবে গত দুদিন ধরে এই দাবি মানা হচ্ছিল না। সেই কারণে আমরা মনে করেছিলাম যে, যে সমস্ত মানুষ এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের দুর্ভোগ সম্পর্কে চিন্তিত নয় তৃণমূল কংগ্রেস। তবে বুধবার তারা জানায়, যে, তারা যৌথ প্রস্তাব আনবে।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই কঠোর নিয়মের বিরোধিতা করার সময় এসেছে। তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এই রাজ্যে এনআরসি চালু করার দাবি কোনও ভাবেই মানা যাবে না। কংগ্রেস বিধায়ক অসিত মিত্রও সহমত পোষণ করেন।

অন্যদিকে, বিজেপি নেতা মনোজ টিগ্গা বলেন, প্রস্তাবের বিরোধিতা করবে বিজেপি। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে, অনুপ্রবেশকারীদের তাড়াতে এনআরসি করা হয়েছে। তারা যদি এর বিরোধিতা করে, তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।