Monday, March 24, 2025
রাজ্য​

মমতাই আমাকে হত্যার পরিকল্পনা করেছিল: অর্জুন সিং

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের প্রাক্তন ‘বাহুবলী’ নেতা তথা বিজেপি সাংসদ অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন অর্জুন সিং। পাশাপাশি মুকুল রায়ের সুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিলেন অর্জুন।

অর্জুন সিংয়ের অভিযোগ, তাঁর উপর এই হামলার ঘটনা আসলে পূর্বপরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে। ওদের (তৃণমূল) আমাকে হত্যার পরিকল্পনা ছিল। তৃণমূল নেতৃত্ব গত কয়েক মাস ধরেই আমাকে হত্যার পরিকল্পনা করছে। বিজেপি সাংসদের অভিযোগ, রবিবার, পুলিশ অফিসাররা তৃণমূলের দলদাসের ভূমিকা পালন করেছিল। ঈশ্বরের কৃপায় আমি কোনওরকমে বেঁচে গেছি।

অর্জুন সিংয়ের এর আগে দাবি করেন, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন, যার ফলে তাঁর মাথা ফেটে যায়। তিনি এবং তাঁর সমর্থকরা তৃণমূল নেতাকর্মীদের বিজেপির দলীয় কার্যালয় দখল নেওয়ার বিরুদ্ধে কাঁকিনাড়াতে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন, সেই সময়েই তিনি আক্রান্ত হন বলে অভিযোগ।

এদিকে, অর্জুন সিংয়ের উপর আক্রমণের ঘটনার পর সোমবার মুকুল রায় বলেন, অর্জুনকে খুন করেছে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে মুকুল রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

মঙ্গলবার মুকুল রায় বলেন, আমি এখনও একই কথা বলছি। অর্জুন সিংকে মারার ঘটনার কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ই। আমি আগের বক্তব্যেই অবস্থান করছি। বক্তব্য থেকে সরছি না।