২০২১ বিধানসভা ভোটে তৃণমূল ৩০টি আসনও পাবে না: মুকুল রায়
মুর্শিদাবাদ: ২০২১ বিধানসভা ভোটে রাজ্যের শাসকদল তৃণমূলের আসন প্রাপ্তি নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন বিজেপি নেতা মুকুল রায়। মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, বিধানসভা ভোটে তৃণমূল ৩০টি আসনও পাবে না। বিরোধী দলের তকমাও হারাবে তৃণমূল।
মুকুল রায়ের অভিযোগ, তৃণমূল সরকারে মুখে মানুষের কথা বললেও, মানুষের জন্য কোনও কাজ করে না। কেন্দ্র কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করেছিল, রাজ্যের গাফিলতিতে তা থেকে বঞ্চিত হচ্ছে মানুষজন।
কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, শুধু সময়ের অপেক্ষা বাংলায় বিজেপির ক্ষমতায় আসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল ৩০টি আসনও দখল করতে পারবে না বিধানসভা ভোটে।
এর আগে মুকলবাবু বলেছিলেন, ২০১৯ এর লোকসভা ভোটে আমরা বাংলায় ২৩ থেকে ২৬টি আসন পাওয়ার টার্গেট করেছিলাম। কিন্তু আমরা ১৮টি আসনে জয়লাভ করি। ২ থেকে ১৮ প্রাপ্তিতে বাংলায় আমাদের শক্তি প্রকাশ পেয়েছে। এবার বিধানসভা নির্বাচনেও বলছি, তৃণমূল ২৯৪টি আসনের মধ্যে ৬০টি আসন পাবে না। তবে এদিন তা কমিয়ে বললেন, তৃণমূল ৩০টি আসনও পাবে না।