Thursday, June 19, 2025
Latestদেশ

সময় এসেছে হিংসা ছড়ানোর জন্য ‘টুকড়ে টুকড়ে গ্যাং’কে শাস্তি দেওয়ার: অমিত শাহ

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে দিল্লিতে হিংসার ঘটনায় কংগ্রেসকে চরম হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে হিংসার জন্য কংগ্রেসকেই দায়ী করলেন তিনি। দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে এজন্য কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলেছেন অমিত শাহ।

বৃহস্পতিবার ‘ইস্ট দিল্লি হাব’-এর শিলান্যাস অনুষ্ঠানে অমিত শাহ বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন টুকড়ে টুকড়ে গ্যাং, যারা দিল্লিতে অশান্তি ছড়িয়েছে। তাদের শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে। বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। অমিত শাহ বলেন, দিল্লিবাসীর উচিত কংগ্রেসকে শাস্তি দেওয়া। নির্বাচনে তাদের হারানো।

নয়া নাগরিকত্ব আইন নিয়ে জনগণকে কংগ্রেস বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, সংসদে পাশ হয়েছে সিএএ। কোনও বিরোধী দল কিছু বলেনি। তবে যখনই তারা সংসদ থেকে বের হল, সকলে মানুষকে ভুল বোঝাতে শুরু করল।

স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় ছিলেন অরবিন্দ কেজরিওয়ালও। আপ সরকারকে নিশানা করে অমিত শাহ বলেন, অরবিন্দ কেজরিওয়াল পণ করেছিলেন মুখ্যমন্ত্রী হলে সরকারি গাড়ি, বাংলো, নিরাপত্তা কিছুই নেবেন না। কিন্তু তিনি সবই নিয়েছেন। স্তব্ধ হয়ে গিয়েছে দিল্লির উন্নয়ন ব্যবস্থা। গত ৫ বছরে ৮০ শতাংশ জনমুখী পরিকল্পনা রূপায়ণে ব্যর্থ হয়েছে আপ সরকার।