৩৭০ ধারা বাতিল ও রাম মন্দির নির্মাণ, এবার বিজেপির লক্ষ্য ‘অভিন্ন দেওয়ানি নীতি চালু’
নয়াদিল্লি: কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করা এবং অযোধ্যায় বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ করা বিজেপির নির্বাচনী অ্যজেন্ডার ছিল, যা ইতিমধ্য়েই দ্বিতীয় মোদী সরকারের আমলে করা হয়ে গিয়েছে। তবে এখন বাকি আছে শুধু অভিন্ন দেওয়ানি নীতি চালু করা। এবার কি সেটাই চালু করবে মোদী-শাহ? রবিবার সেই ইঙ্গিত মিলল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, অভিন্ন দেওয়ানি নীতি চালু করার সময় এসেছে। দ্বিতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার তিন তালাক প্রথা বাতিল করেছে। তিন তালাক এখন ফৌজদারি অপরাধ। আশা করা হচ্ছে, নাগরিকত্ব সংশোধনী বিলটি সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে পেশ করবে গেরুয়া শিবির।
রাজনাথ সিংয়ের বক্তব্যের পর ধারণা করা হচ্ছে, সারা দেশে অভিন্ন দেওয়ানি নীতি চালু করার জন্য শীতকালীন অধিবেশনে একটি বিল আনতে পারে মোদী সরকার।
প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি বলতে বোঝায়, সকলের জন্য এক আইন, যা সারা দেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রে কার্যকর হবে। এর মধ্যে রয়েছে, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক প্রভৃতি। সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে বলা রয়েছে, ভারতের অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।