Tuesday, March 25, 2025
দেশ

বাস্তবটা মেনে নিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুক পাকিস্তান: বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: ‘বাস্তবটা মেনে নিয়ে অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান’, পাকিস্তানের উদ্দেশে এই বার্তাই দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।

আজকের সাংবাদিক বিবৃতিতে রবীশ জানিয়েছেন, বাস্তবকে মেনে নিয়ে কাশ্মীরের মতো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করা উচিত পাকিস্তানের।


কাশ্মীরে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে পাকিস্তান। বুধবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেন। ট্রেন যোগাযোগ বন্ধ, ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, বাস্তব মেনে লাফালাফি বন্ধ করুক পাকিস্তান। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই সহজ সত্যটা পাকিস্তানকে উপলব্ধি করতে হবে।

জম্মু-কাশ্মীরের থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার নিয়ে একের পর এক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জেও বিষয়টি উত্থাপন করেছে ইসলামাবাদ। যদিও রাষ্ট্রপুঞ্জ পাকিস্তানের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। এর আগে আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এনিয়ে নাক গলাবে তাঁরা।