মাত্র ৫০ টাকায় ইডেনে ম্যাচ দেখতে পারবেন দর্শকরা, নয়া ঘোষণা সৌরভের
কলকাতা: টেস্টে দর্শক বাড়াতে টিকিটের দাম কমানো হল ইডেন গার্ডেনে। ন্যূনতম টিকিটের দাম ৫০ টাকা। আগে দৈনিক টিকিটের মূল্য ১০০ টাকা ছিল এখন সেই টিকিটের মূল্যই কমিয়ে অর্ধেক করা হয়েছে। তারপর থাকছে ১০০ ও ১৫০ টাকার টিকিট। আবার ৫০০ টাকার টিকিট কাটলে সঙ্গে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকছে। আগামী মাসে ভারতের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের শেষ ম্যাচ হবে ইডেন গার্ডেনে।
ভারত-বাংলাদেশ এই ম্যাচের জন্য নানান আয়োজনের কথা ভাবছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সেই লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও।
এদিন সিএবির দোতলায় রসগোল্লার হাঁড়ি নিয়ে মিষ্টিমুখ করানো হয় সবাইকে। সিএবি-এর এক কর্মী বলেন, প্রেসিডেন্ট মিষ্টি খাওয়াচ্ছেন। সৌরভের ঘরের সামনেও ফুলের তোড়া হাতে ভিড়। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ফুল-মিষ্টি-উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান সৌরভকে। জয়দীপ বলেন, সৌরভের সমর্থন আইএফএরও দরকার। আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সৌরভকে আমন্ত্রণ জানাব।
গোটা দক্ষিণ আফ্রিকা সিরিজে সবমিলিয়ে ৫০ হাজার দর্শক হয়েছে কিনা সন্দেহ! আসলে এখন টি-২০র যুগে টেস্ট নিয়ে কারও বিন্দুমাত্র আগ্রহ নেই। সিএবি তাই টিকিটের দাম একবারে কমিয়ে দিচ্ছে, যাতে অনেক বেশি লোক টেস্ট দেখতে আসতে পারেন! ফলে এখন থেকে একটা গোটা দিন ইডেনে বসে টেস্ট দেখতে পারবেন মাত্র ৫০ টাকায়।