Thursday, September 19, 2024
দেশ

৩ বছরের শিশুকন্যার মুখে ফাটাল চকোলেট বোমা, ছিন্নভিন্ন মুখে ৫০টি সেলাই

মেরঠ: তিন বছরের শিশুকন্যার মুখে শব্দবাজি ঢুকিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কালীপুজোর রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল গোটা রাজ্য। জঘন্য, বিভৎস, ভয়াবহ এই ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের মিলক গ্রামের দউরালা রোডে। ঘটনার পরপরই শিশুকন্যাটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫০টি সেলাই দেওয়া হয়।

জানা গেছে, পাশের বাড়ি থেকে ‘বোন’কে ডেকে এনেছিল বাজি ফাটানোর নাম করে। ৩ বছরের ছোট্ট সেই বোনের মুখে  চকোলেট বোমা পুড়ে দেয় হরপাল নামে এলাকারই এক যুবক। এরপর মুখের ফাঁক দিয়ে সলতে বার করে আগুন ধরিয়ে দেয়। ছোট্ট শিশুটির মুখ ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা ওই শিশু ও অন্যান্য বাচ্চাদের আর্তনাদ কান্নাকাটি শুনেই ছুটে আসেন। শিশুটিতে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে দেখেন তাঁরা। প্রথমমে তাঁরা ভেবেছিলেন বাজি ফেটে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ভুল ভাঙে অন্যান্য শিশুদের কথায়। তারা সবটা খুলে বলেন।

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও ভয়াবহতা দেখে ঘাবড়ে যান। শিশুটির মুখ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। শ্বাসনালী ও শরীরের অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। মুখে ৫০ টি সেলাই পড়েছে শিশুটির। বর্তমানে শিশুটির অবস্থা সংকটজনক। শিশুর বাবা শশী কুমার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।