Sunday, September 15, 2024
দেশ

ফের জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল সেনা, খতম তিন পাক জঙ্গি

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের LOC পার করে অনুপ্রবেশের সময় সেনার গুলিতে খতম হল তিন জঙ্গি। এরা সকলেই পাকিস্তানের বাসিন্দা বলে নিরাপত্তারক্ষী বাহিনী জানিয়েছে। তবে নিহতদের কাছ থেকে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে তাতে মনে করা হচ্ছে, যেন ভারতে যুদ্ধ বাঁধানোর প্রস্তুতি নিচ্ছে পাক জঙ্গিরা।

এক সেনা আধিকারিক বলেন, কাশ্মীরের আখনূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে এক পাক জঙ্গিকে খতম করা হয়েছে। বাকি দুই জঙ্গিকে কুপওয়ারায় কেরেন সেক্টরের কাছে নিকেশ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ টি পিস্তল, ১০ টি পিস্তল ম্যাগাজিন, ৬০টি বুলেট পিস্তল একটি একে অ্যাসল্ট রাইফেল, ২ টি একে রাইফেল ম্যাগাজিন, ২৩৪ রাউন্ড গুলি ও ১৫টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। এছাড়া ল্যান্ডমাইন বিস্ফোরণে ব্যবহার হওয়া আইইডি-র ফিউজও উদ্ধার হয়েছে। কেরেন সেক্টরে এখনও সেনা তল্লাশি অভিযান চলছে।

প্রসঙ্গত, সামনেই কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি পাকাতেই জঙ্গিরা এত বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে বলে মনে করছে সেনা। এত বেশি অস্ত্র এত কম জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়ায় অবাক নিরাপত্তারক্ষীরা। প্রায় যুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করে নাশকতার ছক কষা চলছে বলে মনে করছে সেনা।