ত্রালে এনকাউন্টারে খতম হিজবুল কমান্ডার সহ ৩ জঙ্গি
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে এনকাউন্টারে নিহত ৩ জঙ্গি। খতম হওয়া জঙ্গিরা হিজবুল ও জইশের সদস্য বলে খবর। রবিবার ত্রালে তীব্র গুলিবিনিময় হয় সেনা ও জঙ্গিদের মধ্যে। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে অভিযান চালায় যৌথ বাহিনী।
গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। তখনই জওয়ানদের লক্ষ করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জওয়ানরা গুলি চালালে খতম হয় তিন সন্ত্রাসবাদী।
কাশ্মীর পুলিশের টুইটার থেকে জানা গিয়েছে, নিহতদের দু’জন হিজবুলের। যাদের মধ্যে রয়েছে হিজবুলের দাগী কমান্ডার হাম্মাদ খান। বাকি একজন ফৌজান হামিদ ভাট জইশ-ই-মহম্মদের সদস্য। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।
#Update | J&K: Three terrorists including a top Hizb commander killed by security forces in encounter in Tral Subdivision of Pulwama district.
— All India Radio News (@airnewsalerts) January 12, 2020
এদিকে, শনিবার রাতেও পুঞ্চের দেওয়ার সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক বাহিনী। ভারতের তরফেও এর যোগ্য জবাব দেওয়া হয়েছে। তবে এই ঘটনা এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না নেই।
প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ২০১৯ সালে বিগত ১৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে পাক সেনারা। ২০১৯ সালে সবমিলিয়ে ৩,২০০ বার হামলা চালায় পাক সেনাবাহিনী। অর্থাৎ গড়ে রোজ ৯টি করে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী।