ত্রালে এনকাউন্টারে খতম জইশের শীর্ষ কম্যান্ডার কারি ইয়াসির-সহ ৩ জঙ্গি
শ্রীনগর: অবন্তীপোরার ত্রালে এনকাউন্টারে খতম শীর্ষ জইশ জঙ্গি। শনিবার জওয়ানদের গুলিতে নিকেশ হয়েছে জইশের শীর্ষ কম্যান্ডার কারি ইয়াসির। তার দুই সঙ্গীকেও খতম করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক, নাম মুসা। অপর জঙ্গির বাড়ি ত্রালেই, নাম বুরহান শেখ।
লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলন ও কাশ্মীরের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার শনিবার সন্ধ্যায় বলেন, রবিবার প্রজাতন্ত্র দিবসের দিনই কাশ্মীরে বড় হামলার ছক কষেছিল জইশ। তবে হামলা চালানোর আগেই শীর্ষ কম্যান্ডার-সহ তিন জইশ জঙ্গিকে খতম করা হয়েছে।
১০ ঘণ্টা ধরে গুলির লড়াইয়ের পরেই খতম হয় এই তিন জঙ্গি। হাইওয়ে থেকে তিন কিলোমিটার দূরে প্রাক্তন এক সেনা অফিসারের বাড়ির দখল নিয়েছিল ওই জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে, বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। গুলির লড়াইয়ে খতম হয় ওই তিন জঙ্গি।
#JammuAndKashmir: Encounter underway at Pari Tral Awantipora district; top Jaish commander and 2 other terrorists reportedly trapped
— DD News (@DDNewslive) January 25, 2020
কাশ্মীর পুলিশ জানিয়েছে, ইয়াসির ও মুসা দু-জনেই পাক নাগরিক। তবে, বুরহানের বাড়ি ত্রালেই। নিহত ইয়াসির ছিল আইইডি বিস্ফোরক বিশেষজ্ঞ। পাকিস্তান থেকে আসা জইশ জঙ্গিদের যাবতীয় বিষয়ে খেয়াল রাখা এবং তাদের নিয়োগের দায়িত্বও ছিল তার হাতে।
পুলিশের ধারণা, নিহত বুরহান হয় নিজেই সুইসাইড বোম্বার ছিল, নয়তো সে ছিল আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড। প্রজাতন্ত্র দিবসের দিন আত্মঘাতী হামলার ছক কষেছিল তারা। ইয়াসিরের সেকেন্ড-ইন-কম্যান্ড ছিল বুরহান।