ধর্মান্তকরণের ছক কষলে ধ্বংস করা হবে, কড়া হুমকি শিবরাজ সিং চৌহানের
ভোপাল: লাভ জিহাদ বিরোধী আইন তৈরি করে ফেলেছে উত্তরপ্রদেশ। লাভ জিহাদের (Love Jihad) অভিযোগে এক যুবককে গ্রেফতারও করা হয়েছে। এছাড়া লাভ জিহাদ রুখতে বিবাহের আসরেও হাজির হয়েছে যোগী রাজ্যের পুলিশ। আরও কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন আনার কথা চলছে। সবমিলিয়ে লাভ জেহাদ নিয়ে সরগরম চলছে।
বিরোধীরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানিয়েছে। তবে কোনও লাভ হয়নি। এবার কেউ ধর্মান্তকরণের (Religious Conversion) ছক কষলে তাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।
বৃহস্পতিবার তিনি বলেন, আমাদের সরকার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে। কোথাও কোনও বৈষম্য নেই। কিন্তু, কেউ যদি আমাদের মেয়েদের সঙ্গে বাজে কিছু করার চেষ্টা করে তাহলে তাকে আমি ভেঙে ফেলব। যদি কেউ ধর্মান্তকরণ বা লাভ জেহাদের ছক কষে তাকে ধ্বংস করে দেব।
মধ্যপ্রদেশে লাভ জিহাদ বিরোধী একটি বিল আনার কথা জানানো হয়েছিল। তাতে বলা হয়েছে দশ বছরের সাজার কথা। শিবরাজ সিং চৌহান জানালেন, রাজ্যের মাটিতে লাভ জিহাদ কোনও মূল্যেই হতে দেবেন না তিনি। তাঁর কথায়, আমরা এজন্য আইন আনছি। এটা দেশকে বিভাজন করার ষড়যন্ত্র। কোনও মূল্যেই এটা আমরা হতে দেব না।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

