Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

সারাক্ষণ স্মার্টফোনে, বেঁকে গেল হাতের আঙুলগুলো

বেইজিং: বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলা অনেকের পক্ষে খুবই কঠিন। কিন্তু টানা স্মার্টফোন ব্যবহারের ফলে কি পরিণতি হতে পারে তা চিনা এক তরুণী ঘটনায় সহজে অনুমেয়। এক সপ্তাহ লাগাতার ফোন ব্যবহার করছিলেন ওই চিনা তরুণী। ঘরে-বাইরে সর্বক্ষণ তাঁর হাতের আঙুল ছিল স্মার্টফোনের পর্দায়। ফলাফল, হাতের আঙুলগুলো বেঁকে গেছে।

চিনা সংবাদমাধ্যম সাংহাই ইস্টের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশের চাংসাইতে। তবে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। হাতের আঙুলগুলো বেঁকে যাওয়ার জন্য তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

চিকিৎসকেরা আঙুল বেঁকে যাওয়ার কারণ চিহ্নিত করতে পেরেছেন। তাঁরা জানিয়েছেন, ওই তরুণী ডান হাতে দিনের পর দিন ঘুম ছাড়া বাকি সময় স্মার্টফোন স্ক্রলিং করতেন। তিনি এতটাই নিবিড়তার সঙ্গে স্ক্রলিং করতেন যে তাঁর বুড়ো আঙুল ছাড়া বাকি আঙুলগুলো একদম স্থির থাকত।

চিকিৎসকরা জানান, ওই তরুণী টেনোসিনোভাইটিসে আক্রান্ত। নড়চড় ছাড়া আঙুলের একই ধরনের কাজ বার বার করার কারণে সেখানে রস ও রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে। ফলে একপর্যায়ে আঙুলগুলো অসাড় হয়ে যায়। এবং মাংসপেশির চারপাশে থাকা তরল পদার্থে প্রদাহ সৃষ্টি হয়। চিকিৎসক ওই তরুণীকে সতর্ক করে বলেন, মোবাইল ফোন ব্যবহার করার ফাঁকে ফাঁকে আঙুলকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়।