Tuesday, March 25, 2025
দেশ

চাঁদের আরও কাছাকাছি পৌঁছল ‘চন্দ্রযান-২’, আর মাত্র ১১ দিনের অপেক্ষা

শ্রীহরিকোটা: লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান-২। বুধবার চাঁদের কক্ষপথে আরও একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করল চন্দ্রযান-২। সব কিছু ঠিকঠাক চললে আর মাত্র ১১ দিন পরেই চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-২।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত সকাল ৯ টা ৪ মিনিটে চাঁদের চারপাশে আরও একটি প্রদক্ষিণ সফল ভাবে সম্পূর্ণ করে চন্দ্রযান-২। বোর্ড প্রোপালসন সিস্টেম ব্যবহার করে নিজেকে চাঁদের নয়া কক্ষপথে প্রতিষ্ঠিত করে চন্দ্রযান।


আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে চাঁদকে আরও একবার প্রদক্ষিণ করে নিজেকে আরও একটি নয়া কক্ষপথে প্রতিষ্ঠিত করবে চন্দ্রযান-২। আগামী ৭ সেপ্টেম্বর গভীর রাতে চাঁদের মাটিতে তার ল্যান্ডার ‘বিক্রম’ নামানোর গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করবে চন্দ্রযান-২।

প্রসঙ্গত, গত ২২ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে চন্দ্রযান-২।