চাঁদের আরও কাছাকাছি পৌঁছল ‘চন্দ্রযান-২’, আর মাত্র ১১ দিনের অপেক্ষা
শ্রীহরিকোটা: লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান-২। বুধবার চাঁদের কক্ষপথে আরও একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করল চন্দ্রযান-২। সব কিছু ঠিকঠাক চললে আর মাত্র ১১ দিন পরেই চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-২।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত সকাল ৯ টা ৪ মিনিটে চাঁদের চারপাশে আরও একটি প্রদক্ষিণ সফল ভাবে সম্পূর্ণ করে চন্দ্রযান-২। বোর্ড প্রোপালসন সিস্টেম ব্যবহার করে নিজেকে চাঁদের নয়া কক্ষপথে প্রতিষ্ঠিত করে চন্দ্রযান।
#ISRO
Third Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (August 28, 2019) at 0904 hrs IST.For details please visit https://t.co/EZPlOSLap8 pic.twitter.com/x1DYGPPszw
— ISRO (@isro) August 28, 2019
আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে চাঁদকে আরও একবার প্রদক্ষিণ করে নিজেকে আরও একটি নয়া কক্ষপথে প্রতিষ্ঠিত করবে চন্দ্রযান-২। আগামী ৭ সেপ্টেম্বর গভীর রাতে চাঁদের মাটিতে তার ল্যান্ডার ‘বিক্রম’ নামানোর গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করবে চন্দ্রযান-২।
প্রসঙ্গত, গত ২২ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে চন্দ্রযান-২।