Sunday, June 22, 2025
Latestদেশ

দোষীদের এনকাউন্টারে খতম করা হোক, দাবি উন্নাওয়ে মৃত তরুণীর বাবার

নয়াদিল্লি: হায়দরাবাদে ২৬ বছরের পশু চিকিৎসককে ধর্ষণ ও পুুড়িয়ে মারার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ধর্ষিতাকে পুড়িয়ে খুন করা হল। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক তরুণীকে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৫ জন।

জানা গেছে, ওই তরুণীর গায়ে যারা আগুন লাগিয়ে দেয় তাঁদের মধ্যে ছিল সেই ২ জনও যাঁদের বিরুদ্ধে ওই নিগৃহীতা ধর্ষণের  অভিযোগ করেছিলেন। শুক্রবার রাত ১১ টা ৪০ নাগাদ হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়। মেয়ের মৃত্যুতে চোখের জল হয়তো কোনওদিনই শুকোবে না তাঁর বাবার। তিনি বলেন, যে ৫ অভিযুক্ত তাঁর মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করল তাঁদেরকেও গুলি করে মেরে ফেলা হোক, একদম হায়দরাবাদের এনকাউন্টারের মতো।

মৃত তরুণীর বাবা বলেন, আমি সরকার ও কর্তৃপক্ষের কাছ থেকে কেবলমাত্র এটাই চাই যে হয় দোষীদের ফাঁসি দেওয়া হোক অথবা তাদের হায়দরাবাদের এনকাউন্টারের মতো গুলি করে হত্যা করা হোক। আমি শুধু চাই ওদের শাস্তি হোক।


নিগৃহীতার ভাই বলেন, তাঁর বোন মৃত্যুর আগে তাঁকে বলেছিলেন, আমি মরতে চাই না। আমি দেখে যেতে চাই ধর্ষকরা ফাঁসিতে ঝুলছে। দোষীদের একজনও যেন ছাড়া না পায়।