বাতিল IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান, বরাদ্দ অর্থ তুলে দেওয়া হবে শহিদদের পরিবারের হাতে
নয়াদিল্লি: পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর নৃশংস জঙ্গি হামলায় পাকিস্থানের বিরুদ্ধে রাগে ফুঁসছে গোটা দেশ। হামলাকারীদের কীভাবে উচিত জবাব দেওয়া যায়, সেটা নিয়েও চলছে নানারকম আলোচনা। সন্ত্রাসবাদ নির্মূলের সমবেত দাবি তোলার পাশাপাশি শহিদদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সারা দেশের মানুষ। এবার তালিকায় যোগ হলো বিসিসিআইয়ের নাম।
এবারের আইপিএলে থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান ৷ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রার বা CoA জানিয়েছে, পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারকে অর্থ সাহায্য করা হবে। বলিউড স্টাররা প্রতি বছরই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন।
সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শুক্রবার বিসিসিআইয়ের প্রশাসক কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন দিল্লিতে বৈঠক শেষে প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই জানান, আমরা এ বছর আইপিএলের উদ্বোধন অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সেই অর্থ দিয়ে পুলওয়ামায় শহিদ পরিবারদের দেওয়া হবে।
চলতি বছর অর্থাৎ দ্বাদশ আইপিএল শুরু হবে আগামী ২৩ মার্চ। চেন্নাইয়ের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধনীর চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।