দেশদ্রোহীদের ‘দেখামাত্রই গুলি’র নতুন আইন চান কর্ণাটকের বিজেপি মন্ত্রী
বেঙ্গালুরু: ভারত বিরোধী বা পাকিস্তানপন্থী স্লোগান দিলে তাকে দেখামাত্র গুলি করার আইন করার জন্য সওয়াল করলেন কর্ণাটকের কৃষিমন্ত্রী বি সি পাটিল।
রবিবার বি সি পাটিল বলেন, দেশে নতুন একটি আইন চালু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যারা ভারত বিরোধী কথা বলবে বা পাকিস্তানের সমর্থনে স্লোগান দেবে, তাদের দেখামাত্র গুলি করার জন্য আইন তৈরি করা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির জনসভায় মঞ্চে দাঁড়িয়ে এক তরুণীর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়।
BC Patil, Karnataka Agriculture Minister, in Chitradurga (Karnataka): In my opinion there is need for a law that has to be brought in India – Shoot at Sight law has to brought in India for those who speak ill of India or raise pro-Pakistan slogans. It is very much needed. (23.02) pic.twitter.com/dMz0r0eXu1
— ANI (@ANI) February 24, 2020
বি সি পাটিল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তিনি নতুন এই আইন পাশ করানোর আবেদন জানাবেন। তিনি বলেন, দেশদ্রোহীরা ভারতের খাদ্য, জল ও বাতাস উপভোগ করছে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে চাইলে ভারতে থাকার কী দরকার?
চিনের প্রসঙ্গ টেনে বি সি পাটিল বলেন, চিনে মানুষ দেশ-বিরোধী কথা বলার সাহস পায় না। তাই দেশদ্রোহীদের মোকাবিলা করার জন্য কঠোর আইন আনতে প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ জানাচ্ছি।