জঙ্গিদের সমর্থকেরাই ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করছে, তীব্র আক্রমণ মোদীর
নয়াদিল্লি: গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে বিশেষ মর্যাদা খারিজে কেন্দ্রের সমালোচনা করেছেন বেশ কিছু বিরোধী দল। এবার বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে যারা সরব হয়েছেন তারা জঙ্গি আর মাওবাদীদের সমব্যথী।
সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মোদী বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা দেশের কথা ভেবে। রাজনীতি করার জন্য নয়। যখনই সাধারণ মানুষের স্বার্থে সরকার কোনও পদক্ষেপ করে বা সিদ্ধান্ত নেয় তখন বিরোধীরা ক্ষেপে ওঠেন। বিরোধিতা করতে শুরু করেন। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কোনও প্রকল্পের কথা ঘোষণা করলে বিরোধিতা, রেল লাইন তৈরির প্রস্তাব দিলে বিরোধিতা। তাঁদের হৃদয় একমাত্র কাঁদে জঙ্গি আর মাওবাদীদের জন্য। সাধারণ মানুষের কথা তারা ভাবে না বলে।
৫ আগস্ট, সরকার ৩৭০ ধারা বাতিল করে জম্মু কাশ্মীর ও লাদাখ এই দুই কেন্দ্র শাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার প্রস্তাব পেশ করে। সে প্রস্তাব পরে পাশও হয়ে যায় রাজ্যসভায় ও লোকসভায়। তবে জম্মু কাশ্মীরের মূলধারার রাজনৈতিক দল ছাড়াও কংগ্রেস এই প্রস্তাবের বিরোধিতা করে।
৩৭০ ধারা নিয়ে জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেছিলেন, কাশ্মীরের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৭০ ধারা জারি থাকার কারণে স্বাধীনতার পর থেকে কাশ্মীরের কোনও উন্নয়ন হয়নি। বেকারত্ব বেড়েছে। একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন এখানকার বাসিন্দারা। এবার উন্নয়নের মুখ দেখবেন তাঁরা। জঙ্গি আর হিংসা মুক্ত করতেই কাশ্মীর নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মোদী বলেছিলেন, জম্মু কাশ্মীরের ভাইবোনদের আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনাদের প্রতিনিধি আপনারাই বাছবেন, আপনাদের মধ্যে থেকেই বাছবেন। যেভাবে আপনারা বিধায়ক নির্বাচন করতেন, সেভাবেই করবেন। যেভাবে আপনারা মন্ত্রিপরিষদ নির্বাচন করতেন, সেভাবেই করবেন। একই ভাবে আপনারা আপনাদের মুখ্যমন্ত্রী পাবেন।
একই সঙ্গে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীদের সরব হওয়া নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, গণতন্ত্রে কারও কারও ভিন্ন মত থাকবে। আমি সে মত সম্মান করি। আমরা তার জবাবও দিই। কিন্তু আমি একই সঙ্গে ওঁদের অনুরোধ করব জাতীয় স্বার্থকে শ্রদ্ধা জানাতে। জাতীয় ভাবাবেগকে ওঁদের সম্মান করা উচিত। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।