৭২৩ কোটি টাকার সম্পত্তির মালিক এই বিড়াল
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের বাসিন্দা টার্দার সস(Tardar Sauce)। টার্দারের একটি ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। এরপরই টার্দারের ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২৪ লাখ। টার্দারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ৭২৩ কোটিরও বেশি।
নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় টার্দার। অনেকেই একে Grumpy Cat(গ্রাম্পি ক্যাট) বা গোমরামুখো বিড়াল বলেও চেনেন। বিড়ালটির অদ্ভুত মুখোভঙ্গির কারণেই এই নামকরণ হয়েছে টার্দারের। সারাক্ষণই তার মুখটা কেমন যেন গম্ভীর। কখনই তার মুখোভঙ্গিতে কোনও পরিবর্তন দেখা যায় না। আর টার্দারের এই গোমরামুখই তার বিপুল জনপ্রিয়তার কারণ।
#MINNESOTA Meet Grumpy Cat!!
Come to @mallofamerica TOMORROW 11/3 from 12-3pm for the #CatScratchParty
PLUS – Submit your cat photos to be on the Jumbotron in the Rotunda during the event!
More details here: https://t.co/JIMYezbV2q pic.twitter.com/2fZDNjY1LZ— Grumpy Cat (@RealGrumpyCat) 2 November 2018
২০১২ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের বাসিন্দা টার্দারের জন্ম। পাঁচ মাস বয়সেই টার্দারের একটি ছবি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়ে যায়। টার্দারের সেই ছবিটি তুলেছিলেন মরিসটাউনের বাসিন্দা মার্কিন যুবতী (টার্দারের মালিক) তবাথা বুন্দেসেনের ভাই ব্রায়ান বুন্দেসেন। এরপর থেকে টার্দারের জনপ্রিয়তা বাড়তে থাকে।
ইনস্টাগ্রামে বর্তমানে টার্দারের ফলোয়ার ২৪ লাখ। ফেসবুক ফলোয়ার ৮৬ লাখ ছাড়িয়েছে। টুইটারে তার ফলোয়ার ১৫ লাখ।আর তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার যা টাকার হিসাবে ৭২৩ কোটি টাকার সমান। সারা বছরই অসংখ্য বিজ্ঞাপনী ফটোশ্যুটে ব্যস্ত থাকে টার্দার। এই সব বাণিজ্যিক ফটোশ্যুট আর সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর অর্থ উপার্যন করে চলেছে টার্দার।
এছাড়া সম্প্রতি ২০১৫ সাল থেকে চলা একটি সম্পত্তি সংক্রান্ত মামলায় ৭ লাখ মার্কিন ডলার জিতেছে টার্দার। কিন্তু তবুও তার মুখে একটুকুও হাসি ফোটেনি ‘গ্রাম্পি ক্যাট’ টার্দারের। কারণ যে এমনই।