Tuesday, November 18, 2025
দেশ

ভারতে বিশ্বের বৃহত্তম ই-স্কুটার তৈরির কারখানা করছে Ola

চেন্নাই: ভারতে ই-স্কুটার তৈরির কারখানা করছে অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থা Ola। জানা গিয়েছে, তামিলনাড়ুতে তৈরি করা এই কারখানা। সংস্থার দাবি, এটিই হবে বিশ্বের বৃহত্তম ই-স্কুটার (e-Scooter) তৈরির কারখানা। প্রস্তাবিত এই কারখানা তৈরির জন্য ২,৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে Ola।

ভারতকে বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়েছে Ola। কারখানা তৈরির জন্য ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের সঙ্গে চুক্তি করেছে Ola। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আত্মনির্ভর ভারত’ অভিযানে সামিল হতেই Ola’র এই উদ্যোগ।

বিশ্বের বৃহত্তম ই-স্কুটার তৈরির কারখানা চালু হলে প্রায় ১০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। সংস্থার দাবি, এই কারখানাটি বার্ষিক ২০ লাখ ই-স্কুটার তৈরি করতে পারবে। আর সেটি হলে বিদ্যুৎ চালিত গাড়ির ক্ষেত্রে অন্যান্য দেশের উপর আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে। একদিকে কর্মসংস্থান তৈরি অন্যদিকে, বিদ্যুৎ চালিত গাড়ির উৎপাদন বৃদ্ধির ফলে প্রযুক্তিগত দক্ষতার বিকাশ ঘটবে।

সংস্থার দাবি, এখান থেকে শুধুমাত্র ভারতেরই নয়, এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ই-স্কুটার পাঠাতে পারবে Ola। কয়েক মাসের মধ্যেই নিজেদের বহু প্রত্যাশিত ই-স্কুটার বাজারে আনতে চলেছে সংস্থা। ইতিমধ্যেই Ola’র ই-স্কুটারের নকশা এবং উদ্ভাবনার জন্য পুরস্কৃত হয়েছে। জানা গিয়েছে, চলতি বছরেই Ola তাদের বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবসায় প্রায় দু’হাজার কর্মী নিয়োগ করছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।