পরপর ৪ দিন, ফের ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র
কলকাতা: পরপর চারদিন। মাধ্যমিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, ইতিহাসের পর ভূগোল পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস। এদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে ভূগোলের প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার অভিযোগ উঠে। শনিবার দুপুর ৩টায় পরীক্ষা শেষে দেখা যায়, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে প্রকৃত প্রশ্নপত্রের হুবহু মিল।
এ বছর মাধ্যমিকের প্রথম দিন থেকেই পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এরপর পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ফোনও প্রধান শিক্ষকের লকারে রাখার নির্দেশ দেওয়া হয়। তারপরও ইংরেজি ও ইতিহাস পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। ফের ভূগোল পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল।
উদ্বিগ্ন শিক্ষা মহলের প্রশ্ন, পরীক্ষা চলাকালীন বারবার এ ভাবে প্রশ্ন বেরিয়ে পড়ায় মাধ্যমিকের বিশ্বাসযোগ্যতা ঘিরে সংশয় দেখা দিয়েছে। যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কোনও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। আমি আজ সারাদিন পরীক্ষা পদ্ধতির উপর নজর রেখেছি। কোথাও কোনওভাবে পরীক্ষার আগে হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস করার ঘটনা ঘটেনি।
শিক্ষামন্ত্রী বলেন, এদিনও পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। পরীক্ষার হলের ভিতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তাঁর অভিযোগ, কিছু মানুষ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সম্মানহানি করতে চাইছেন বলেই এমন গুজব রটাচ্ছেন।