Sunday, September 15, 2024
দেশ

মধ্যবিত্তের জন্য সুখবর! বৃহস্পতিবার ফের দাম কমল পেট্রোল-ডিজেলের

নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাস এবং ডলারের নিরিখে টাকার দাম বাড়ায় লাগাতারভাবে দাম কমছে পেট্রোল-ডিজেলের। প্রতিদিন লাগাতার পেট্রোপণ্যের দামের পতনে মধ্যবিত্তের মুখের হাসি আরও চওড়া হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ভাবেই পেট্রোল-ডিজেলের দামের বাড়া ও কমার উপরে নির্ভর করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কতটা বাড়বে বা কমবে।

বুধবারের মত আজ বৃহস্পতিবারও দেশের প্রধান শহরগুলিতে দাম কমল পেট্রোপণ্যের। আজ পেট্রোল লিটার পিছু ২১ পয়সা ও ডিজেল লিটার পিছু ২৭ পয়সা করে কমেছে। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২১ পয়সা কমে ৭৩.৭৫ টাকা হয়েছে এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৭ পয়সা কমে হয়েছে ৬৮.১২ টাকা।

দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়েও পেট্রোল-ডিজেলের দাম কমেছে। দিল্লিতে পেট্রোলের দাম ২১ পয়সা কমে হয়েছে ৭১.৭২ টাকা এবং ডিজেলের দাম ২৭ পয়সা কমে হয়েছে ৬৬.৩৯ টাকা। মুম্বাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৭.২৯ টাকা এবং ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৯.৪৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম হয়েছে ৭৪.৪১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭০.০৯ টাকা হয়েছে।