Friday, June 20, 2025
Latestখেলা

বাবার মৃত্যু আমার ক্রিকেট ক্যারিয়ার পাল্টে দিয়েছে: বিরাট কোহলি

নয়াদিল্লি: ২০০৬ সালে রঞ্জিতে অভিষেক ঘটে ১৮ বছর বয়সী বিরাট কোহলির। কর্ণাটকের বিপক্ষে দিল্লির হয়ে ম্যাচের প্রথম দিনে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন কোহলি। ওই দিন খেলা শেষে বাড়ি ফেরার পর ভোররাতে মারা যান বিরাট কোহলির বাবা প্রেম কোহলি। বাবাকে হারানো কোহলি শোকের মধ্যেই পরের দিন সকালে ফের মাঠে নামেন এবং চাপে থাকা দলকে ৯০ রানের ইনিংস খেলে উদ্ধার করেন।

কোহলি বলেন, ১৯ ডিসেম্বর, ২০০৬ ভোর তখন ৩ টে, আমার হাতের ওপরেই মারা যান বাবা। বাবাকে কোনও চিকিৎসা দিতে পারিনি। প্রতিবেশীদের থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করেছিলাম। যাদের ডাক্তার বলে চিনতাম, তাদের ফোন করেছিলাম। কিন্তু এত রাত হয়ে গিয়েছিল যে, কেউই সাড়া দেননি। যখন অ্যাম্বুলেন্স ও অন্যান্য ব্যবস্থা করা গেল, ততক্ষণে সব শেষ।

বিরাট কোহলির মা সরোজ কোহলি এবং বাবা প্রেম কোহলি

কোহলির বাবার ইচ্ছে ছিল, তাঁর ছেলে যেন দেশের নামকরা ক্রিকেটার হন। বাবার আগ্রহে থেকেই ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন বিরাট। কোহলি বলেন, বাবার মৃত্যুর ঘটনা আমার ফোকাস বাড়িয়ে দিয়েছিল। অন্য সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। বাবার স্বপ্ন পূরণ করতে সব এনার্জি এক জায়গায় এনে ফেলেছিলাম। আমারও অবশ্য একই স্বপ্ন ছিল।

আজ, মঙ্গলবার ভারত অধিনায়ক বিরাট কোহলি ৩১ বছরে পা দিলেন। ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে এই মুহূর্তে ক্যাপ্টেন কোহলির ঝুলিতে রয়েছে ২১, ০৩৬ রান । ৬৯টি সেঞ্চুরির পাশাপাশি ৯৮টি হাফ সেঞ্চুরি রয়েছে কিং কোহলির ঝুলিতে।