বৈঠক থেকে বেরিয়ে গেলেন সোনিয়া-রাহুল, বাকিরাই ঠিক করবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি কে
নয়াদিল্লি: কংগ্রেসের নতুন সভাপতি বাছাই ঘিরে চরম নাটক। কংগ্রেস সভাপতি বাছাই পর্বে থাকতে চান না সোনিয়া ও রাহুল গান্ধী। সে কারণেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে যান মা-ছেলে।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেছেন, রাহুলের ইস্তফা এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সন্ধ্যায় ওয়ার্কিং কমিটি এ নিয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে নতুন সভাপতি বাছতে ৫টি গ্রুপ করে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ওই ৫টি গ্রুপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস নেতৃত্ব।
The Congress Working Committee meeting is underway at AICC HQ. pic.twitter.com/PPREhodcCA
— Congress (@INCIndia) August 10, 2019
ইতিমধ্যেই দুই নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। কংগ্রেস সভাপতির দৌড়ে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও মুকুল ওয়াসনিক। খাড়গে না ওয়াসনিক? কে হবেন কংগ্রেসের নয়া সভাপতি? না কি অন্য কেউ?
এদিনের বৈঠকে যোগ দিতে গোটা দেশ থেকে এসেছেন প্রায় ৪০০ কংগ্রেস নেতা। মুকুল ওয়াসানিক বা মল্লিকার্জুন খারগের নাম নিয়ে জল্পনা থাকলেও অন্য একটি সূত্র জানাচ্ছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহও দায়িত্ব পেতে পারেন। উঠে আসছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পাইলটের নামও। কংগ্রেস সূত্রে খবর, সকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে, সন্ধ্যায় আবার বৈঠকে বসবে দলের ওয়ার্কিং কমিটি।
দলের নয়া সভাপতি নির্বাচন ঘিরে নানা মুনির নানা মত রয়েছে দলের অন্দরে। কারো পছন্দ অমরিন্দর সিংকে। কেউবা আবার চান, দলের নয়া সভাপতি করা হোক কোনো তরুণ নেতাকে। আবার কারো যুক্তি এমন কাউকে সভাপতি করা হোক, যিনি অভিজ্ঞ। কারো দাবি, কংগ্রেসের নয়া সভাপতিকে দলিত হতে হবে, যার জেরে ইতিবাচক বার্তা দেওয়া যাবে। তবে শেষ পর্যন্ত কার ইচ্ছে পূরণ হয়? সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।