মোদীর স্বপ্নপূরণ! দেশের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বাই-আহমেদাবাদ রুটে, ভাড়া কত জানেন
মুম্বাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ড্রিম প্রজেক্ট হল বুলেট ট্রেন প্রকল্প। দেশের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বাই-আহমেদাবাদ রুটে। জানা গেছে, মুম্বাই-আহমেদাবাদগামী এই বুলেট ট্রেনের ভাড়া হতে পারে মাথাপিছু প্রায় তিন হাজার টাকা। বৃহস্পতিবার ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল)-এর তরফে এই তথ্য জানানো হয়েছে।
আনুমানিক মাথাপিছু ৩ হাজার টাকার আশেপাশেই হবে দেশের প্রথম বুলেট ট্রেনের ভাড়া। পাশাপাশি, রেলের প্রিমিয়াম ট্রেনগুলির মতো ফ্লেক্সি ফেয়ার সিস্টেম চালু থাকবে বুলেট ট্রেনেও। মুম্বাই-আহমেদাবাদের মধ্যে ৫০৮ কিলোমিটার রুটে মোট ১২টি স্টেশন থাকবে। প্রকল্পের আনুমানিক খরচ ১.০৮ লাখ টাকা।
এনএইচএসআরসিএল এর তরফে জানানো হয়েছে, কাজ শুরু হবে ২০২০ সাল থেকে। ২০২৩ সালের মধ্যে ডিসেম্বর মাস নাগাদ ভারতে প্রথম বুলেট ট্রেন চলতে পারে। কাজ শেষ হলে যাতায়াত মিলিয়ে ট্রেনটি মোট ৭০ ট্রিপ দেবে। জাপানের সহযোগিতায় আহমেদাবাদ-মুম্বাইয়ের মধ্যে চলবে এই বুলেট ট্রেন।
তবে মাথাপিছু আনুমানিক ৩ হাজার টাকা ভাড়া একথা জানার পরেই যাত্রী সাধারণের একাংশের মত, যেমন দ্রুতগতিতে পৌঁছে দেবে বুলেট ট্রেন ঠিক ততটাই ঊর্ধ্বমুখী এটির ভাড়া।