Sunday, March 16, 2025
আন্তর্জাতিক

‘জঙ্গিরা চাঁদ থেকে মাটিতে পড়ে না, গোটা কাশ্মীর ভারতের’ পাকিস্তানকে তুলোধোনা ইউরোপীয় ইউনিয়নের

ব্রাসেলস: জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করে ভারতের অবস্থানকে সমর্থন করল ইউরোপীয় ইউনিয়নের একাধিক সদস্য। পাশাপাশি সন্ত্রাসবাদে মদত দেওয়ায় পাকিস্তানকে তীব্র আক্রমণ করল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের কাছে কাশ্মীরে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছিল পাকিস্তান। তবে সেই খারিজ করে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, পাকিস্তান জঙ্গিদের অভয়ারণ্য, তারাই নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে জঙ্গি ঢোকাচ্ছে।

ইউরোপীয় পার্লামেন্টে কাশ্মীর নিয়ে আলোচনাকালে ইউরোপিয়ন কনজার্ভেটিভস অ্যান্ড রিফর্মিস্টস দলের নেতা জিওফ্রে ভ্যান অর্ডেন বলেন, পাকিস্তান নিয়ন্ত্রণরেখার ওপারে সন্ত্রাসবাদের মদত দিচ্ছে। ইসলামাবাদ বেআইনিভাবে জম্মু-কাশ্মীরের একটি অংশ দখল করে রেখেছে।

অর্ডেন বলেন, সন্ত্রাসবাদের ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের ভারতকে সমর্থন করা উচিত। কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে তারা চাঁদ থেকে আসে নি। এরা আসছে প্রতিবেশী রাষ্ট্র থেকে। তাই আমাদের ভারতকে সমর্থন করা উচিত। তিনি বলেন, ৩৭০ বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের বাকি ভারতবাসীর মতোই সমানাধিকার দিতে উদ্যোগী হয়েছে ভারত সরকার।

পার্লামেন্টের আরেক সদস্য রিজার্ড জারনেকি বলেন, ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সন্ত্রাসীরা চাঁদ থেকে জম্মু ও কাশ্মীরে নামেনি। তারা আসছে প্রতিবেশী দেশ থেকে। আমাদের ভারতকে সমর্থন করা উচিত।

পার্লামেন্টের আরেক সদস্য ফালভিও মার্তুসিয়েলো বলেন, পাকিস্তান যেভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে তা ইউরোপীয় ইউনিয়নের কাছে অত্যন্ত উদ্বেগজনক। পাকিস্তান সেই জায়গা, যেখানে অনায়াসে ঘাঁটি গেড়ে জঙ্গিরা ইউরোপে একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালানোর ছক কষে যাচ্ছে।