Friday, June 20, 2025
Latestআন্তর্জাতিক

ওসামা বিন লাদেন পাকিস্তানের হিরো ছিলেন: পারভেজ মুশারফ

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের একটি পুরনো সাক্ষাৎকার সামনে এল। পারভেজ মুশারফ  ওই সাক্ষাৎকারে মেনে নিলেন, কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ের জন্য। পাশাপাশি, জিহাদি জঙ্গিদের পাকিস্তানের ‘হিরো’ বলে অভিহিত করেছেন প্রাক্তন পাক রাষ্ট্রপতি।

পারভেজ মুশারফ বলেন, ওসামা বিন লাদেন, জালালউদ্দিন হাক্কানি, আয়মান-আল-জাওয়াহিরি আমাদের হিরো। এরপর বিশ্বের পরিস্থিতি বদলে গেল। দুনিয়া সব কিছুকে অন্য ভাবে দেখতে শুরু করল। আমাদের নায়কেরা সবার চোখে ভিলেন হয়ে গেলেন।

পাকিস্তানের রাজনীতিবিদ ফারহাতুল্লাহ বাবর টুইটারে ওই ভিডিওটি শেয়ার করেন। সেখানে পারভেজ মুশারফকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানে যে কাশ্মীরিরা আসত তাদের নায়কের সম্মান দেওয়া হত এখানে। আমরা তাদের প্রশিক্ষণ দিই এবং সমর্থন জানাই। আমরা তাদের মুজাহিদিন হিসেবে মনে করি যারা ভারতীয় সেনার সঙ্গে লড়াই করে। এরপর লস্কর-ই-তৈবার মতো সংগঠনগুলি গড়ে ওঠে সেই সময়ে। ওরা (জিহাদি জঙ্গিরা) ছিল আমাদের নায়ক।


তিনি আরও বলেন, ওসামা বিন লাদেন ছিল আমাদের নায়ক। আয়মান আল-জাওয়াহিরি ছিল আমাদের নায়ক। ১৯৭৯ সালে আমরা আফগানিস্তানে ধর্মীয় জঙ্গিবাদ শুরু করি। আমরা সারা পৃথিবী থেকে মুজাহিদিনদের নিয়ে আসি, তাদের প্রশিক্ষণ দিই এবং অস্ত্র সরবরাহ করি।