Sunday, March 16, 2025
Latestআন্তর্জাতিক

‘মানবতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ’, রাষ্ট্রপুঞ্জে বললেন মোদী

নিউ ইয়র্ক: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাষ্ট্রসংঘে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ভাষণ, এবং ২০১৪ এ প্রধানমন্ত্রী হওয়ার পর তৃতীয়। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে একত্রিত এবং ঐক্যবদ্ধ হতে হবে। ১৭ মিনিটের ভাষণে মোদী বলেন, মানবতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ।

মোদী বলেন, আমরা শুধুমাত্র ভারতের মানুষদের জন্য কাজ করছি না, আমরা বিশ্বেরকল্যাণের জন্য কাজ করছি। আমাদের উদ্দেশ্য ‘সবকা সাথ,  সবকা বিকাশ, সবকা বিশ্বাস’। প্রধানমন্ত্রীর কথায়, আমরা শুধুমাত্র দেখানোর জন্য কাজ করছি না, দায়িত্ববোধ থেকে করছি। চেষ্টা আমাদের হতে পারে, তবে ফলাফল গোটা বিশ্বের জন্য।

প্রধানমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে সম্প্রীতি এবং শান্তির বার্তা দিয়েছিলেন। সেই বিবেকানন্দের ভারতের প্রতিনিধি আমি। ভারত সন্ত্রাসবাদকে খতম করার লড়াই চালিয়ে যাচ্ছে। ভারত যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে বিশ্বের কাছে।

নমো বলেন, সন্ত্রাসবাদ মানবতা বিরোধী। সন্ত্রাসবাদকে রুখতে সচেষ্ট ভারত। যাবতীয় সমস্যার বিরুদ্ধে বিশ্বকে এক হয়ে লড়াই করতে হবে। হানাহানি নয়, শান্তি স্থাপনই জরুরি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সবথেকে বড় নির্বাচন হয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশী ভোটে আমি জয়লাভ করেছি। সেই রায়েই আমি এখানে আপনাদের সামনে আসতে পেরেছি।