চিনা সংস্থার সঙ্গে ৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের বরাত বাতিল করল রেল
নয়াদিল্লি: করোনা তারপরে পূর্ব লাদাখের গালওয়ান কান্ডের পর দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক পড়েছে। কেন্দ্রও চিনকে রুখতে তৎপর হয়েছে। তারই অংশ হিসেবে দেশে চিনা অ্যাপস থেকে শুরু করে চিনা সংস্থার সঙ্গে টেন্ডারও বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। সীমান্তের পাশাপাশি চিনকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চেষ্টার কোনও কসুর করছে না ভারত।
এবার চিন এবং ভারতের যৌথ মালিকানাধীন এক সংস্থা আবেদন করায় গোটা টেন্ডারই বাতিল করে দিল ভারতীয় রেল (Indian railway)। কূটনৈতিক মহলের মতে, এটা চিনের উদ্দেশে স্পষ্ট বার্তা। রেল সূত্রে খবর, খুব শ্রীঘ্রই নতুন করে বরাত দেওয়া হবে। সেই দরপত্রে সরকারের আত্মনির্ভর ভারত নীতি মেনে বেশ কিছু পরিবর্তন আনা হবে। ভারতীয় রেল চাইছে, দেশীয় সংস্থাগুলি এগিয়ে আসুক।
গত ১০ জুলাই ৪৪টি বন্দে ভারত ট্রেন সেট বানানোর জন্য দরপত্র আহ্বান করে রেল। তাতে কেবল একট মাত্র বিদেশি সংস্থা আগ্রহ দেখায়। সেটি হল চিন সরকারের কামরা ও কোচ বানানোর দায়িত্বে থাকা সিআরআরসি কর্পোরেশন। সংস্থাটি গুরুগ্রামের একটি ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ওই দরপত্রে অংশ নেয়।
রেল বরাত বাতিল করে টুইটে বলেছে, ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন (বন্দে ভারত) বানানোর দরপত্র বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেক ইন ইন্ডিয়া নীতির কথা মাথায় রেখে এক সপ্তাহের মধ্যে নতুন দরপত্র আহ্বান করা হবে।


