Thursday, September 19, 2024
দেশ

কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্য অন্ধ হয়ে যাবে, জনগণকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

হায়দরাবাদ: কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্য অন্ধ হয়ে যাবে। বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সিদ্ধাপেট জেলায় বৈদ্যুতিকরণ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সব ক্ষেত্রেই তেলেঙ্গানা একনম্বরে রয়েছে। আগামী ২ বছরের মধ্যে  সিদ্ধাপেটে ট্রেন আসবে। সিদ্ধাপেটে মেডিক্যাল কলেজও তৈরি করা হবে।

সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কৃষকদের জন্য বিনামূল্যে ২৪ ঘন্টা বিদ্যুৎ দেওয়া হবে। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে রাজ্য অন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রত্যেক জেলায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। এক বছরের জন্য প্রতি একর জমিপিছু ১০ হাজার টাকা করে চাষিদের দেওয়া হবে। সরকারি অফিসাররা চাষিদের বাড়ি গিয়ে পাসবুক দিয়ে আসবে। কৃষকদের উৎপাদিত পণ্য গ্রামের থাকা মহিলা ইউনিয়নগুলি কিনবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, সরকার কৃষকদের জন্য খুব তাড়াতাড়ি নতুন প্রকল্প নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী কৃষকদের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ফসলের দামই তাদের আসল সমস্যা। এরজন্য নতুন একটি প্রকল্পে উদ্যোগ নেওয়া হবে সামনের দিলগুলিতে বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১৯টি বিধানসভার ভাগ্য নির্ধারণ হবে ১১ ডিসেম্বর।