Thursday, June 19, 2025
Latestদেশ

পশু চিকিৎসককে গণধর্ষণ-খুনের বিচার হবে ফাস্ট ট্র্যাক আদালতে: মুখ্যমন্ত্রী

হায়দরাবাদ: গণধর্ষণের পরে ২৬-২৭ বছর বয়সী তরুণী পশু চিকিৎসককে পুড়িয়ে হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে বলিউড তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ সকলের মধ্যে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সবাই। রবিবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানালেন, ঘটনার শুনানি হবে ফাস্ট-ট্র্যাক কোর্টে।

বৃহস্পতিবার সকালে শাহাদনগরে পশু চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্য অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গাফিলতির জন্য তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্য প্রশাসনের ওপর হায়দরাবাদের চিকিৎসকের গণধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে।


মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানালেন, এই ঘটনায় ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরি করে দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে। এদিকে, ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ সাজা দিতে প্রধানমন্ত্রীকে আইন সংশোধনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ছেলে কেটি রামা রাও।

পুলিশে জানিয়েছে, চার অপরাধীই নারায়ণপোতের বাসিন্দা। এলাকাটি হায়দরাবাদ থেকে ১৬০ কিমি দূরে। অভিযুক্তরা লরি চালক ও খালাসি হিসেবে কাজ করত। প্রত্যেকের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে।