Thursday, June 19, 2025
Latestদেশ

পশু চিকিৎসককে গণধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনায় কর্তব্যে গাফিলতি, সাসপেন্ড তিন পুলিশ অফিসার

হায়দরাবাদ: তরুণী চিকিত্‍‌সককে গণধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড তিন পুলিশ অফিসার। জানা গেছে, এফআইআর নিতে দেরি করার অভিযোগে ওই তিন পুলিশ অফিসারকে শনিবার সাসপেন্ড করা হয়েছে। বছর ছাব্বিশের ওই চিকিত্‍‌সক তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

সাইবারাবাদ পুলিশ কমিশনার ভি জে সাজ্জানার জানিয়েছেন, কর্তব্যে অবহেলার জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে। ওই চিকিত্‍‌সক তরুণীর পরিবারের অভিযোগ, পুলিশ সময় নষ্ট না করলে হয়তো ওই মহিলাকে বাঁচানো সম্ভব হত। ধর্ষিতার পরিবার অভিযোগ, বুধবার রাতে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে।

শনিবার সন্ধ্যায় জাতীয় মহিলা কমিশনের একটি দল ওই চিকিত্‍‌সক তরুণীর বাড়িতে গিয়েছিল। ধর্ষিতার পরিবার অভিযোগ করেন, কর্তব্যরত অফিসারেরা তাঁদের কথা শুনতেই চাননি। উল্টে তাঁদের বলা হয়, মেয়ে নিশ্চিত কারও সঙ্গে পালিয়েছে। কোন জুরিসডিকশনে পড়বে, তা নিয়েও ওই তিন অফিসার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাতেই ২ থেকে ৩ ঘন্টা দেরি হয়ে যায়।

চিকিত্‍‌সক তরুণীর পরিবারের আরও অভিযোগ, পুলিশ দ্রুত তত্‍‌‌পরতা দেখালে, ওই রাতে মেয়েকে তাঁরা বাঁচাতে পারতেন। বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। বৃহস্পতিবার ভোরে টোল প্লাজা থেকে কয়েক কিলোমিটার দূরে, কালভার্টের নীচ থেকে তাঁর প্রায় ৭০ শতাংশ দগ্ধ দেহ উদ্ধার করা হয়।

সাসপেন্ড হওয়া তিন অফিসার হলেন শামশাবাদ থানার সাব-ইনস্পেক্টর এম রবি কুমার, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থানার দুই হেড কনস্টেবল পি বেনুগোপাল রেড্ডি এবং এ সত্যনারায়ণা।

ঘটনায় অভিযুক্ত চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। নৃশংস এই ঘটনায় উত্তাল গোটা দেশ।