Sunday, September 15, 2024
দেশ

ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের আবেদন করেই নিখোঁজ লালুপুত্র তেজপ্রতাপ

পাটনা: লালু প্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদবকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত মঙ্গলবার রাত থেকে। বুদ্ধগয়ার একটি হোটেলের ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তেজপ্রতাপ। ছয় মাসের বিবাহিত জীবনের পর স্ত্রী ঐশ্বর্য রাইয়ের কাছ থেকে অব্যাহতি চেয়ে ডিভোর্সের মামলা করেছেন তিনি।

যাদব পরিবার সূত্রে জানা গিয়েছে, রাঁচির জেলে বন্দি বাবা লালুপ্রসাদের সঙ্গে দেখা করে পাটনা ফিরছিলেন তেজপ্রতাপ। বাবার সঙ্গে দেখা করার পর রাতে বুদ্ধগয়ায় একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেন তেজপ্রতাপ। সেখানেই রাতে ফোনে কথা বলতে বলতে হোটেলের ঘরের বাইরে বেরোন তেজপ্রতাপ। তারপর থেকেই তিনি নিখোঁজ।

আরজেডি সূত্রে জানা গিয়েছে, ফোনে কথা বলতে বলতে হোটেল রুম থেকে বের হন তেজ। তারপর হোটেল ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো গিয়ে পিছনের রাস্তা দিয়ে গাড়িতে করে পালিয়ে যান। অনুমান, তিনি উত্তরপ্রদেশের বৃন্দাবনে চলে গিয়েছেন। শোনা গিয়েছে, বাবা লালুপ্রসাদের সঙ্গে দেখা করে নিজের কথা জানালে তাতে আরজেডি প্রধান রাজি হননি। তারপরই এই কান্ড করেছেন তেজ।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসের ১২ তারিখ লালুর পুত্র তেজপ্রতাপ ও আজেডি নেতা চন্দ্রিকা রাইয়ের কন্যা ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়। তবে বনিবনা হচ্ছে না বলে তেজপ্রতাপ সম্প্রতি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তাঁর আইনজীবী নিজে এই খবরের সত্যতা স্বীকার করেছেন। বিবাহবিচ্ছেদের কারণ হিসাবে তেজপ্রতাপের আইনজীবী জানিয়েছেন, দু’জনে সম্পূর্ণ বিপরীত ধর্মের মানুষ৷ তাদের মধ্যে কোনও মিল নেই।

তেজপ্রতাপ নিজেও জানিয়েছেন, ঐশ্বর্যকে বিয়ে করার পর তাঁর জীবন দমবন্ধকর হয়ে আসে। তেজ জানান, তিনি খুব সাধারণ মনের মানুষ। অপরদিকে ঐশ্বর্য অনেক আধুনিক। তাঁদের দু’জনের মধ্যে কোনও মিল নেই। এইভাবে দমবন্ধ হয়ে মরে যাওয়ার তো কোনও মানে হয় না। তাই তিনি ডিভোর্স চেয়ে মামলা করেছেন।