Thursday, September 19, 2024
দেশ

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ সমর্থন না করলে বাড়ি ফিরতে নারাজ তেজপ্রতাপ

পাটনা: মাত্র ছ’মাস আগেই বিয়ে হয়েছে তাঁদের। এরমধ্যেই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করবেন বলে ঘোষণা করে দিয়েছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ। রীতিমতো ঐশ্বরিয়া রাইয়ের বিরুদ্ধে পাটনা হাইকোর্টে ডিভোর্স পিটিশনও ফাইল করেছেন তেজপ্রতাপ। কিন্তু পরিবারের তাতে সায় নেই। ফলে তেজ প্রতাপ ঘর ছেড়ে একপ্রকার নিরুদ্দেশ।

তেজপ্রতাপ সাফ জানিয়ে দিয়েছেন, পরিবার তাঁর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত সমর্থন না করলে তিনি আর বাড়ি ফিরবেন না। এদিন তিনি একটি চ্যানেলে ভাই তেজস্বীকে তাঁর জন্ম দিনের শুভেচ্ছা জানান। তখনই তিনি তার ঘরে না ফেরার বিষয়টি ঘোষণা করেন।

কেন এই বিবাহ বিচ্ছেদ? উত্তরে তেজপ্রতাপ জানিয়েছেন, আমাদের মধ্যে মতপার্থক্য অনেক যা সমাধানের নয়। বিয়ের আগেই একথা বাড়িতে বলেছিলাম। তখন কেউ আমার কথা শোনেনি। এখনও আমার কথা কেউ শুনছে না। ওরা যতক্ষণ না আমার কথায় রাজি না হচ্ছে ততক্ষণ বাড়ি ফিরব না।

উল্লেখ্য, গত ১২ মে তেজপ্রতাপের সঙ্গে বিয়ে হয় বিহারের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা প্রসাদ রাইয়ের মেয়ে ঐশ্বরিয়া রাইয়ের। জানা গেছে, বিয়ের পর থেকেই দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। শেষপর্যন্ত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তেজপ্রতাপ এবং গত ২ নভেম্বর স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের বিরুদ্ধে পাটনা হাইকোর্টে ডিভোর্স পিটিশন ফাইল করেছেন।