Thursday, September 19, 2024
খেলা

ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের

তিরুঅনন্তপুরম: সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারাল ভারত। ক্যারিবিয়ানদের উপরে রীতিমতো বুলডোজার চালিয়ে ৯ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজও জিতে নিলেন কোহলিরা।

তিরুঅনন্তপুরমে বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত উল্টো বিপদে ফেলে দেয় তার দলকে। মেঘলা আকাশ আর ভেজা পিচ দেখে টসে জিতলে বোলিং বেছে নিতেন বলে মত দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তাঁর সেই চাওয়া পূরণ করে দেন হোল্ডার নিজেই।

প্রথমে ব্যাট করে ১০৫ রানে অল আউট হয়ে যান ক্যারিবিয়ানরা। বল হাতে রবীন্দ্র জাদেজার ৩৪ রান ৪ উইকেট তুলে নেওয়া আর ব্যাট হাতে রোহিত (৬৩*) ও কোহলির (৩৩*) অপরাজিত ৯৯ রানের জুটিতে ভারত ৯ উইকেট হাতে রেখে মাত্র ১৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

ম্যাচে ৪৫ বলে নিজের ৩৭তম হাফ সেঞ্চুরি করা ছাড়াও দারুণ এক মাইলফলক গড়েছেন রোহিত শর্মা। ১১তম ওভারে হোল্ডারের বলে ডিপ মিড উইকেটে বিশাল এক ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারে নিজের ২০০তম ছক্কার মাইলফলক গড়েন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৫ ওভারে ১০৪ (কাইরন পাওয়েল ০, রভম্যান পাওয়েল ১৬, হোপ ০, স্যামুয়েলস ২৪, হেটমায়ার ৯, হোল্ডার ২৫, অ্যালেন ৪, পল ৫, বিশু ৮*, রোচ ৫, টমাস ০; ভুবনেশ্বর ১/১১, বুমরাহ ২/১১, খলিল ২/২৯, জাদেজা ৪/৩৪)।

ভারত: ১৪.৫ ওভারে ১০৫/১ (রোহিত ৬৩*, ধাওয়ান ৬, কোহলি ৩৩*; রোচ ০/১৩, টমাস ১/৩৩, পল ০/২২, হোল্ডার ০/১৫, বিশু ০/১৬, অ্যালেন ০/৫)।

ফলাফল: ভারত ৯ উইকেটে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী ভারত।

ম্যান অব দ্য ম্যাচ: রবিন্দ্র জাদেজা।

ম্যান অব দ্য সিরিজ: বিরাট কোহলি।