দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল ভারত
রাঁচি: মঙ্গলবার রাঁচিতে এক ইনিংস ও ২০২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল টিম ইন্ডিয়া। এক ইনিংস ও ২০২ রানে জয়ের সুবাদে তিন ম্য়াচের টেস্ট সিরিজ ৩-০তে জিতল টিম ইন্ডিয়া। প্রত্যাশিত ভাবে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ভারত। ঐতিহাসিক সিরিজ হোয়াইটওয়াশের জন্য় ভারতের প্রয়োজন ছিল দু’উইকেট। অন্য়দিকে ম্যাচ বাঁচানোর জন্য প্রোটিয়াদের লক্ষ্য়মাত্রা ছিল ২০৩ রান।
মঙ্গলবার রাঁচিতে খেলা শুরুর মিনিট দশেকের মধ্য়েই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। শেষ দু’টি উইকেট পান শাহবাজ নাদিম। সোমবার থিউনিস ডি ব্রুইন (৩০) ও অ্যানরিক নোকিয়া (৫) অপরাজিত ছিলেন। ঋদ্ধিমান সাহার হাতে ক্য়াচ তুলে ফিরে যান ব্রুইন। অন্যদিকে অপরপ্রান্তে থাকাশেষ ব্য়াটসম্য়ান নোকিয়া ক্রিজে আসা লুঙ্গি নিদিকে প্রথম বলেই কট অ্যান্ড বোল করেন নাদিম।
#TeamIndia win the 3rd Test by an innings & 202 runs #INDvSA @Paytm
3-0 ?????? pic.twitter.com/OwveWWO1Fu— BCCI (@BCCI) October 22, 2019
রাঁচিতে সিরিজ জিতে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একেই রয়ে গেল। ২৪০ পয়েন্টের সুবাদে ভারত রয়েছে শীর্ষস্থানে। দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হোয়াইট ওয়াশ করেই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। হোম সিরিজে এটা ভারতের টানা ১১তম জয়। দেশের মাঠে ভারত শেষ হেরেছিল ২০১২-২০১৩ সালে ইংল্যান্ডের কাছে।