Sunday, June 22, 2025
Latestখেলা

অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারালো টিম ইন্ডিয়া, সিরিজ ১-১

রাজকোট: দূর্দান্ত জয় দিয়ে ভারত সফর শুরু করেছিল অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে দশ উইকেটে হারার পর শুক্রবার রাজকোটে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩৬ রানে হেরে গেল অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৩৪০ রান করে কোহলি ব্রিগেড। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান দারুণ ভাবে শুরু করেন। এদিন ওপেনার হিসেবে ৭ হাজার রান করে সচিন-সৌরভ-বীরুর পরই এলিট লিস্টে নামও লএখালেন হিটম্যান রোহিত শর্মা। ৪২ রান করে আউট হন রোহিত।


শিখর ধাওয়ান ৯৬ করে আউট হয়ে যান। ভারত অধিনায়ক বিরাট কোহলি করেন ৭৮ রান। শ্রেয়াস আইয়ার ১৭ বল খেলে মাত্র ৭ রান করে আউট হন। মাত্র ৫২ বলে কেএল রাহুল করেন ৮০ রান। রবীন্দ্র জাডেজা করেন ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে ডাম জাম্পা তিনটি এবং কেন রিচার্ডসন ২টি উইকেট নেন।

৩৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গোত্তা খেতে হচ্ছিল অস্ট্রেলিয়ান ওপেনিং জুটিকে। ১২ বল খেলে ১৫ রান করে আউট হন ওয়ার্নার। ৯৮ রান করে আউট হয়ে যান স্টিভ স্মিথ। ২৪ রান করেন রিচার্ডসন। ৩৬ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১।