ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে হারিয়ে টি২০ সিরিজ জিতল ভারত
মুম্বাই: বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলের মারকাটারি ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান করে ভারত। রোহিত করেন ৩৪ বলে ৭১ রান, রাহুল ৫৬ বলে ৯১ এবং বিরাট করেন মাত্র ২৯ বলে অপরাজিত ৭০ রান। ইন্ডিয়ার করা ২৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের ইনিংস থামে ১৭৩ রানে। ফলে ৬৭ রানের ব্যাবধানে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া।
ভারতীয় দল এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে করে ৩ উইকেটে ২৪০ রান করে। ৩৪ বলে বিধ্বংসী ৭১ রানের ইনিংস খেলেন রোহিত। রোহিত-রাহুলের ওপেনিং জুটিতে হয় ১৩৫ রান। রোহিত আউট হওয়ার রাহুলের সঙ্গে বিরাট কোহলি জুটি বেধে ইনিংস এগিয়ে নিয়ে যান। এদিন ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন রাহুল। ৬৯ বলে ৯১ রানের ইনিংস খেলেন রাহুল। ভারত অধিনায়ক বিরাট ২৯ বলে ৭০ রান করে অপরাজিত থেকে দলকে ২৪০ রানে পৌঁছে দেন।
২৪১ লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা ৮ উইকেটে করেন ১৭৩ রান। ফলে ৬৭ রানে জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত। ব্রান্ডন কিং ৫ ও সিমন্স ৭ রানে আউট হন। এরপর পুরানকে ০ রানে আউট করেন দীপক চাহার। ১৭ রানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। তবে হিটমায়ের ৪১ ও পোলার্ডের ৬৮ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৩৯ বলে ৬৮ রান করেন। এদিন ৬টি ছয় ও ৫টি চার হাঁকান তিনি। ২০ ওভার শেষে ওয়েস্ট ৮ উইকেটে ১৭৩ রান করে। ভারত ম্যাচ পকেটে পুরে নেয় ৬৭ রানে। ভারতের হয়ে দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট তুলে নেন।