প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে আগামী প্রজন্মকে সচেতন করতে পারেন শিক্ষকরাই: মোদী
নয়াদিল্লি: শিক্ষক দিবসে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্লাসরুমের চার দেওয়ালের বাইরেও ছাত্র-ছাত্রীর জীবনে শিক্ষকের উল্লেখযোগ্য অবদানের কথা এদিন মনে করালেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষক দিবসে শিক্ষকদের এগিয়ে আসার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার বার্তাও দেন তিনি।
প্রধানমন্ত্রীর মতে, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে দেশের আগামী প্রজন্মকে সচেতন করতে পারেন শিক্ষকরাই। শিক্ষকদের দেখানো পথে এগিয়েই আগামী দিনে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ করা সম্ভব বলে আশা প্রকাশ করলেন তিনি।
মোদী বলেন, আমাদের শিক্ষক সমাজ নিশ্চয় একবার মাত্র ব্যবহার করা যায়, এমন প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত। প্লাস্টিক ব্যবহার বন্ধে গণ সচেতনতা গড়ে তোলার কাজে আমাদের দেশ কাজ করছে। এই কাজে অগ্রণী ভূমিকা নিতে পারেন শিক্ষকরা। প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে আগামী প্রজন্মকে সচেতন করে তুলতে পারেন তাঁরা।
প্রসঙ্গত, প্লাস্টিকমুক্ত দেশ গড়ার জন্য আগামী ২ অক্টোবর থেকে ছয় ধরনের প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ করা হচ্ছে। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশকে প্লাস্টিক মুক্ত করার জন্য এবং এই আন্দোলনে সামিল হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেছিলেন।
আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম জয়ন্তী থেকে প্লাস্টিকের কাপ, প্লেট, স্ট্র, প্লাস্টিকের ব্যাগ বা প্যাকেট, ছোট প্লাস্টিকের বোতল এবং নানা আকারের প্লাস্টিকের পাউচ বা স্যাশে নিষিদ্ধ হতে চলেছে দেশে।