Friday, July 18, 2025
আন্তর্জাতিক

শ্রেণিকক্ষে মহম্মদের ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনা, ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে শিক্ষকের মাথা কাটল জেহাদি

প্যারিস: ফ্রান্সের প্যারিসে রাস্তায় মুণ্ডচ্ছেদ করা হল এক ইতিহাসের শিক্ষককে। জানা গিয়েছে, শ্রেণিকক্ষে মহম্মদের একটি ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনা করেছিলেন ওই শিক্ষক। এই অপরাধর জন্য তাঁকে খুন হতে হল।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই ঘটনাকে, ‘ইসলামিক সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। ঘটনায় তদন্তে নেমেছে ফরাসি পুলিশ। এখনও এখনও পর্যন্ত নয় জনকে গ্রেফতার করা হয়েছে।

ওই শিক্ষককে প্যারিসের শহরতলির রাস্তায় মুণ্ডচ্ছেদ করে হত্যা করা হয়েছে। ওই শিক্ষক মহম্মদের একটি কার্টুন দেখায়। এই ঘটনায় হামলাকারী চরম ক্ষুব্ধ হয়ে চাকু নিয়ে ওই শিক্ষকের উপর হামলা চালায়। ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে ওই স্কুল শিক্ষকের মুণ্ডচ্ছেদ করে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারীকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ। তবে আত্মসমর্পণের বদলে পুলিশকেই হুমকি দেয় ওই জেহাদি। এরপর পুলিশ হামলাকারীকে গুলি করে খতম করে।

উল্লেখ্য, ইসলামিক মৌলবাদের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে মহম্মদের ব্যঙ্গচিত্র ছাপায় শার্লি এবদো ম্যাগাজিনের কার্যালয়ে হামলা চালানো হয়েছিল। ওই ম্যাগাজিনের দুই সাংবাদিকের উপর হামলা চালায় এক পাকিস্তানি নাগরিক। ১৮ বছর বয়সী ওই পাকিস্তানি হামলাকারীর দাবি করেছিল, ব্যঙ্গচিত্রটি তার ভাবাবেগে আঘাত করেছে।