নাগরিকত্ব আইনে আমি খুশি হয়েছি: তসলিমা নাসরিন
নয়াদিল্লি: সদ্য আইনে পরিণত হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলে খুশি বলে জানিয়েছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এরসাথে ভারতে তার মতো নির্বাসনে থাকা লোকদের নাগরিকত্ব দেয়া উচিৎ বলেও জানিয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেখিকা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়াতে আমি খুশি হয়েছি। তিনি বলেন, সাধারণত ক্ষুদ্র জনগোষ্ঠী উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হয়। তবে তার চেয়ে বড় হামলার শিকার হন মুক্তচিন্তার লোকেরা, উদারবাদী এবং নাস্তিকরা। ইসলামিক সমাজ আমাদের ঘৃণা করে যখন আমরা তাদের সমালোচনা করি।
তসলিমা নাসরিন আরও বলেন, আমি আমার দেশকে খুব মিস করি। আমি পশ্চিমবঙ্গেও যেতে পারি না। আমার মতো নির্বাসনে থাকা লোকদেরও নাগরিকত্ব দেয়া উচিত।
প্রসঙ্গত, গত সোমবার লোকসভায় এবং বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ হয়। বৃহস্পতিবার মধ্যরাতে বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হল। রাষ্ট্রপতির সম্মতির পর বৃহস্পতিবারই রাষ্ট্রীয় গেজেট প্রকাশের মধ্য দিয়ে আইনটি কার্যকর করা হয়েছে।
এতে বলা হয়েছে, ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পারসি ও বৌদ্ধধর্মাবলম্বীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন।