Friday, June 20, 2025
Latestদেশ

ইতিহাসে এই প্রথম! সেনা দিবসে প্যারেডে নেতৃত্ব দিলেন মহিলা অফিসার

নয়াদিল্লি: ১৫ জানুয়ারি সেনা দিবসের প্যারেডে এই প্রথম নেতৃত্ব দিলেন কোনও মহিলা অফিসার। ‘প্যারেড অ্যাডজুটান্ট’ হিসেবে গোটা দেশের স্যালুট গ্রহণ করলেন ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব সিগন্যালসের ক্যাপ্টেন তানিয়া শেরগিল। এই কৃতিত্বে ফের মুখ উজ্জ্বল হল নারীশক্তির।

প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও একই ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেন তানিয়া শেরগিলকে। গত বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ক্যাপ্টেন ভাবনা কস্তুরী প্রথম মহিলা অফিসার হিসেবে পুরুষ সেনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সেনা দিবসের প্যারেডে এখনও কোনও মহিলা অফিসার প্যারেডের নেতৃত্ব দেননি। এদিন প্যারেডের নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়লেন তানিয়া।


পাঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা তানিয়া শেরগিলের বাবাও ছিলেন সেনাবাহিনীতে। নাগপুরের কলেজ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক পাশ করেন তিনি। ৫ ফুট ৯ ইঞ্চির তানিয়া ভালোবাসেন ছবি তুলতে, বেড়াতে ও গান শুনতে।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি ভারতের শেষ ব্রিটিশ কমান্ডার স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। সেই ঘটনাকে স্মরণ করতে ভারতে প্রতিবছর ১৫ জানুয়ারি সেনা দিবস হিসেবে পালিত হয়।