Thursday, September 19, 2024
বিনোদন

আমি ড্রাগ অ্যাডিক্ট নই, সমকামী তো কখনই নই: তনুশ্রী দত্ত

কলকাতা: বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগের পর গোটা বলিউডে শুরু হয় ‘#MeToo’ ঝড়। তনুশ্রীর এই বিস্ফোরক অভিযোগের পর বলিউডে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। কেউ যেমন তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন কেউ আবার নানার পাশে দাঁড়িয়েছেন।

তনুশ্রীকে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনাম ছিনিয়ে নিয়েছেন রাখী সাওয়ান্ত ৷ সম্প্রতি তিনি অভিযোগ করেন, ১২ বছর আগে তনুশ্রী তাঁকে ধর্ষণ করেছেন। রাখির তোলা ‘ধর্ষণের’ অভিযোগ অস্বীকার করে তনুশ্রী দত্ত বলেন, তিনি না তো মাদকাসক্ত, না সমকামী।

শুধু এটুকু বলেই থামেননি তিনি ৷ রাখীর উদ্দেশ্যে সোজা বার্তা দিয়ে বলেছেন, আমি কোনও মাদকাসক্ত নই, আমি ধূমপান করি না বা মদ্যপান করি না এবং আমি অবশ্যই সমকামী নই। আসলে, আমি এই পুরুষতন্ত্র এবং নারীবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজন মহিলা হিসাবে খুব বেশি কিছু করছি। অতএব বিকৃতমনস্করা চরিত্রহনন করে আমাকে চুপ করানোর চেষ্টা করছে!  বলিউডে অত্যন্ত সিরিয়াস একটা ঘটনা এই #MeToo ক্যাম্পেন। এতে বদলাতে পারে সমাজের বড় একটা অংশের প্রচলিত চিত্র। কিন্তু সেটায় সাহায্য না করে নিজেকেও এত সিরিয়াস বিষয়টিকে হাসির খোরাক বানানো বন্ধ করুন রাখী।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাখি দাবি করেন, ১২ বছর আগে তনুশ্রী আমার প্রিয় বন্ধু ছিল। বিভিন্ন পার্টিতে আমরা যেতাম। সেখানে তনুশ্রী প্রচুর ড্রাগ নিত। আমাকেও ড্রাগ নিতে বাধ্য করত। ও আমার শরীরের বিভিন্ন জায়গায় খারাপ ভাবে হাত দিত। বলিউডে অনেক সমকামী রয়েছে। তনুশ্রী সমকামী, সে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে।