প্রথমদিনে দীপিকার ‘ছপাক’ আয় করল মাত্র ৪.৭৭ কোটি, অজয়ের ‘তানহাজি’ ১৫.১০ কোটি টাকা
মুম্বাই: দীপিকা পাড়ুকোন প্রযোজিত এবং অভিনীত ‘ছপাক’ প্রথমদিনে বক্স অফিসে আয় করল ৪.৭৭ কোটি টাকা। অন্যদিকে, অজয় দেবগণ অভিনীত ‘তানহাজি – দ্য আনসাং ওয়ারিওর’ প্রথমদিনে আয় করল ১৫.১০ কোটি টাকা।
ফিল্ম ট্রেড বিশেষজ্ঞ তরণ আদর্শ বলেছেন, প্রথমদিনে ছপাক নিতান্তই সাধারণ ব্যবসা করল। ছবিটি কিছু নির্দিষ্ট মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করেছে। তবে বড় শহরের বাইরে অনেক কম আয় করেছে। দ্বিতীয় এবং তৃতীয় দিনে এই আয় না বাড়লে মুশকিল।
অন্যদিকে, অজয় দেবগণ, কাজল এবং সইফ আলি খান অভিনীত ‘তানহাজি: দ্য আনসাং হিরো’ ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথমদিনে ছবিটি আয় করেছে ১৫.১০ কোটি টাকা।
তানহাজির প্রথমদিনের বক্স অফিস আয় সম্পর্কে তরণ আদর্শ বলেন, প্রত্যাশার চেয়ে দারুণ আয় করেছে তানহাজি। দুপুরের পর থেকে দ্রুত হারে আয় বাড়তে শুরু করে। মুখে মুখে যা সুখ্যাতি ছড়াচ্ছে, তাতে দ্বিতীয় এবং তৃতীয় দিনে আরও মজবুত হবে ব্যবসা।
তানহাজি সম্পর্কে বলিউডের মার্কেটিং তথা প্রচার বিশেষজ্ঞ গিরিশ জোহর বলেন, খুব বড় আকারের ছবি ‘তানহাজি’। মারাঠা সম্প্রদায়ের এক ভুলে যাওয়া বীরের কাহিনি। চারপাশের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে, বক্স অফিসে ভালো ব্যবসা করবে ছবিটি।