Sunday, February 9, 2025
খেলা

অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা: রোহিত শর্মা

ব্রিসবেন: বুধবার ব্রিসবেনে অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। ম্যাচে নামার আগে সোমবার ওপেনার রোহিত শর্মা অজি পেসারদের চ্যালেঞ্জটা নিচ্ছেন। সেই সঙ্গে সোমবার অনুশীলন শেষে জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার পেস ও বাউন্স সামলানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারতীয় ব্যাটসম্যানরা।

রবিবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। রোহিতের মতে, ব্রিসবেনের গাব্বাই অস্ট্রেলিয়ার দ্রুততম মাঠ। তবে গাব্বায় কোনও টেস্ট নেই। গতির জন্য ক্রিকেটমহলে বিখ্যাত পারথে অবশ্য রয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। রোহিত বলেছেন, ভারত তো বরাবরই পার্থ ও ব্রিসবেনে খেলেছে। এ বার আমরা পার্থে টেস্ট খেলব। ব্রিসবেনে কোনও টেস্ট নেই। গতবার অবশ্য আমরা ব্রিসবেনে টেস্ট খেলেছি, পার্থে টেস্ট খেলিনি। ফলে এই দুই মাঠের কন্ডিশন সত্যিই চ্যালেঞ্জের।

রোহিত শর্মা বলেন, অস্ট্রেলিয়ার আবার লম্বা বোলাররা রয়েছেন। যাঁরা পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করার ক্ষমতা রাখেন। সেই বাউন্সই ওদের অ্যাডভান্টেজ। ভারতীয় ব্যাটসম্যানরা সাধারণত অতটা লম্বা হয় না। ফলে, আমাদের কাজটা কঠিন হয়ে পড়ে। তবে এ বার আমরা সবাই তৈরি। কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমরা প্রত্যেকেই তৈরি।